নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ইসির

১৬ অক্টোবর ২০২২

দেশের জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)  ও ভোটগ্রহণ মনিটরিংয়ে ব্যবহৃত সিসি টিভি সচল রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালযয়ের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে ইসি। ১৭ অক্টোবর (সোমবার) দেশের ৫৭ জেলায় এ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে চলবে। ভোটকেন্দ্র করা হয়েছে প্রতি উপজেলা সদরে। প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ মনিটরিং করতে সিসি টিভি বসানো হয়েছে কেন্দ্রে। সিসি টিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল এবং ভোটাররা যেন সুচারুরূপে ভোটপ্রয়োগ করতে পারেন, সে জন্য ৫৭টি জেলার উপজেলা সদরে ওই সমযে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের সিদ্ধান্ত প্রদান করেছে কমিশন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর