আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল: আইজিপি

১৬ অক্টোবর ২০২২

পুলিশের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করায় চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতিবাদসহ গার্মেন্টস সেক্টর তথা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেছেন, এ কারণে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। দেশ ঈর্ষণীয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, নিজেদের দায়িত্বশীলতা দিয়ে থানাকে সবার আশ্রয়স্থল বানাতে হবে। ৯৯৯ নম্বরের কারণে মানুষ এখন বিশ্বাস করে— পুলিশের কাছে গেলেই তাদের সমস্যার সমাধান হবে। প্রত্যাশা তৈরির পেছনে আপনারা যেভাবে অবদান রেখেছেন, ভবিষ্যতেও মানুষের আস্থা, প্রত্যাশা এবং ভালোবাসার জায়গা ধরে রাখতে হবে।

জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব যেভাবে হিমহিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করেন আইজিপি মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

এমকে

 


মন্তব্য
জেলার খবর