ভয়ে আছে সরকার: ওবায়দুল কাদের

১৬ অক্টোবর ২০২২

বিএনপির আন্দোলন কর্মসূচীর গতি ও জনসমাগম দেখে সরকারের মাথা খারাপ না হলেও তাদের দ্বারা ফের জ্বালাও পোড়াও শুরু নিয়ে সরকার ভয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে বলেছেন, সরকারের মাথা ঠিক আছে। আপনারাও মাথা ঠিক রাখেন। মাথা খারাপ করে আবার কখন পেট্রোল বোমা নিয়ে মাঠে নামবেন, সে ভয়ে আছি। এটাও ভয় পাচ্ছি- আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান না খোঁজেন। রোববার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন।

সম্প্রতি বিএনপি নেতারা বলেছেন, তাদের আন্দোলন কর্মসূচীর গতি ও জনসমাগম দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। ওবায়দুল তার প্রতিক্রিয়ায় আরও বলেন, বিএনপি ঢাকায় তাদের কর্মসূচীতে দশ লাখ মানুষ বসিয়ে দিলে আমরা ত্রিশ লাখ বসিয়ে দেবো। গত ১৩ বছরে তারা চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি। তাদের মুখে এ সব কথা মানায় না। শান্তিপূর্নভাবে কর্মসূচী পালন ও সহিংসতা পরিহার করতে বিএনপির প্রতি এ সময় বরাবরের মতো আহবান জানান ওবায়দুল কাদের।

এমকে


মন্তব্য
জেলার খবর