রাজধানী ঢাকায় যানজট কমাতে ২০১২ সালে নেওয়া বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটির কাজ গত দশ বছরেও শেষ করতে পারেনি সেতু বিভাগ। সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি এ প্রকল্প বারবার নকশা পরিবর্তন, দুর্ঘটনা ও নানা জটিলতায় পড়েছে। প্রকল্পটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে বলে জানিয়েছে খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা জানান।
ওবায়দুল কাদের জানান, ৭৯ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পরেই একাংশের কাজ বন্ধ করে দিতে হলো গার্ডার দুর্ঘটনার কারণে। তবে আগামী এপ্রিলে প্রকল্পের কাজ শেষ করে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি জানান, কাজটি বর্তমান ঠিকাদারের মাধ্যমেই শেষ করা হবে। তবে এ প্রতিষ্ঠান বাংলাদেশে আর কাজ করার সুযোগ পাবে না।
এমকে