রমজানেও নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে: প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২২

দেশের বাজারে বর্তমানে নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে। আর রমজান মাসেও সহনীয় পর্যায়ে থাকবে। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে (৩০ মার্চ) বুধবার প্রশ্নোত্তরে পর্বে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত প্রশ্নটি করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।  জবাব দেওয়ার সময় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন।

নানা পদক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টিসিবির পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে রমজান শুরুর আগে ও রজমানের মাঝামাঝি সময়ে দুই দফায় বিক্রির সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার, বাজার মনিটরিং, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।  আর সরকারের এ সব কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর