৫৭ জেলা পরিষদের ভোট আজ

১৭ অক্টোবর ২০২২

দেশের ৫৭ জেলা পরিষদ নির্বাচনের ভোট হচ্ছে আজ সোমবার (১৭ অক্টোবর)। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছাড়াই ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট জেলার আওতাভুক্ত সব উপজেলা সদরের ভোটকেন্দ্রে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।  নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যেই সেরে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশের ৬৪টি জেলার মধ্যে তিন পার্বত্য জেলাকে এ নির্বাচনের বাইরে রাখা হয়েছে তফসিল ঘোষণার সময়েই। বাকি ৬১ জেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ জেলায় (চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আদালত। তাছাড়া ভোলা ও ফেনীতে সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না। বাকি ৫৭ জেলার মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, মহিলা সদস্য পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৬৫ জন একক প্রার্থী থাকায় সেখানে এসব পদে ভোট হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত (মহিলা) পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ওয়ার্ড ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি রয়েছে। ৫৭ জেলায়  মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।  ভোটকেন্দ্র করা হয়েছে ৪৬২টি। বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটার।

জানা গেছে, ভোটগ্রহণ মনিটরিং করতে প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভি ও ইভিএম মেশিন ঠিকমতো সচল রাখতে এবং ভোটপ্রদান সুষ্ঠুভাবে রাখতে ভোটকেন্দ্র সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে ইসি। ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন সদস্য মোতায়েয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তাছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের আলাদা একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। বৃহত্তর ১৯টি জেলায় দুই প্লাটুন ও বাকি জেলায় এক প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি  দায়িত্ব পালন করবেন  পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট৷  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট  জেলা প্রশাসক।

এমকে


মন্তব্য
জেলার খবর