মৃত্যু দুই, শনাক্ত ৭২

৩০ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত দুইজন মারা গেছেন। নমুনা পরীক্ষায় ৭২ জনের এ রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৬ জন। বুধবার (৩০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায়  শূন্য দশমিক ৮৯ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে আট হাজার ৫০টি,পরীক্ষা হয়েছে আট হাজার ৭৩টি। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ, বাকিজন নারী। একজন রাজশাহী ও আরেকজন খুলনার বাসিন্দা। চিকিৎসাধীন দুই জনের মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ১৩।

 

এমকে


মন্তব্য
জেলার খবর