মন্তব্য
বহুদিন ধরেই শাকিব খানের ভক্তরা চাইতেন, তাকে দুর্দান্ত অ্যাকশন গল্প নির্ভর সিনেমাতে দেখতে। এবার ভক্তদের সেই চাওয়া পূরণ করতে যাচ্ছেন এ সুপারস্টার। তিনি এবার পুলিশি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন। মারদাঙ্গা অ্যাকশন ও পর্দায় চৌকস একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে শাকিব অভিনীত এ সিনেমার নাম হবে ‘শের খান’। পরিচালনা করবেন সানী সানোয়ার, যিনি ঢাকা অ্যাটাক সিনেমার কাহিনী লিখেছেন। পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’।
জানা গেছে, ‘শের খান’ নামটি ইতোমধ্যেই পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটিও ঠিক হয়নি। এ সিনেমাটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন ও শাকিব খান ফিল্মস। আগামী বছর যে কোনো উৎসবে মুক্তি পাবে ‘শের খান।’