হারুন-ই আবার জেলা পরিষদের চেয়ারমান নির্বাচিত

১৭ অক্টোবর ২০২২

কয়রা (খুলনা): খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ হারুনুর রশীদ  পুনঃনির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতি ছাড়াই দুপুর ২ টা অবধি ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

শেখ হারুনুর রশীদ এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  মোটরসাইকেল প্রতীকে ৫৩৬ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেন প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। উৎসব মুখর পরিবেশে খুলনায় ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৬ জন ভোট দেন।

উল্লেখ্য, শেখ হারুনুর রশীদ খুলনা জেলা পরিষদের এক যুগ ধরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মো. ইকবাল হোসেন/ এমকে


মন্তব্য
জেলার খবর