কাটতে হলো আকবরের পা

১৮ অক্টোবর ২০২২

দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতায় ভুগছিলেন গায়ক আকবর। তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে। যার ফলে অস্ত্রোপচার করে তার পা কেটে ফেলতে হয়েছে। তার মেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ এক পোস্টে বলেন, আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার।

 

আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ্‌ তুমি আমাদের সঙ্গে এমন কেন করলে? আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, এ কয়েকদিন ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার (আকবর) পা রাখা সম্ভব হলো না। সবাই তার (আকবর) জন্য দোয়া করবেন। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলেছিল আকবরের চিকিৎসা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আকবরের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন আকবরের স্ত্রী। এর জন্য ধার-দেনা করার পাশাপাশি ঘরের আসবাবপত্রও বিক্রি করতে হয়েছে তাকে। আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দেন, সেই অনুদানের অর্থ থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা সুদ পান আকবর। সেই টাকাতেই এতদিন আকবরের চিকিৎসা চলেছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে কাছের মানুষরাও সহযোগিতা করেছেন।


মন্তব্য
জেলার খবর