দেশে হঠাৎ করে ১৭ হাজার ২৮২ জন বীর মুক্তিযোদ্ধার মাসিক ভাতা সরকার বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। তারা মনে করছে— একদিকে যখন দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে তখন এ ধরনের পদক্ষেপ সাধারণ মুক্তিযোদ্ধাদের চরম আর্থিক সংকটের মধ্যে ফেলবে। বুধবার (৩০ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২৯ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ বিজ্ঞপ্তি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। এনিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক সংকট নিরসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ প্রস্তাব জনগণের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে।
সভায় বিচারবহির্ভূত হত্যা ও গুমের কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে দেশটির সরকার প্রদত্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ উক্তি, অপেশাদারি আচরণ, হুমকি ও অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে এই ধরণের বক্তব্যের জন্য তাদের ক্ষমা প্রার্থনার করার আহ্বান জানানো হয়।
সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান উপস্থিত ছিলেন—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।
এমকে