ভোলা প্রতিনিধি:
স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত স্ত্রী মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই দিন সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে তার স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুর জেলার মুকসেদপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। হৃদয় বিরারক এ ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায়।
মারা যাওয়া মহিলার নাম তারা বেগম (৪৮), তিনি চরফ্যাশন পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন গ্রামের বাসিন্দা হারুনের (৫৪) স্ত্রী। লিভার সিরোসিস ও কিডনি রোগে আক্রান্ত হারুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার সকালে মারা যায়।
হারুনের চাচাতো ভাই মো. বরাত কাজী জানান, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে তারা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পথে তারা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে