বান্দরবান থেকে ফেরত পাঠানো হচ্ছে পর্যটকদের

১৮ অক্টোবর ২০২২

বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকদের রুমা ও রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলো নিরাপত্তার স্বার্থে  ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। এ কারণে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থে‌কে  বান্দরবান সদর এলাকায় বান্দরবান-রুমা সড়কের মিলনছড়ি পুলিশ ফাঁড়ি থেকে পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে।

জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সম্প্রতি সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। এ কারণে রুমা ও রোয়াংছ‌ড়ির সীমান্তবর্তী রাঙামা‌টির বিলাইছড়িতে সপ্তাহ ধ‌রে সন্ত্রাস প্রতিরোধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ কার‌ণে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রুমা ও রোয়াংছড়ির পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন।  বান্দরবান ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ গণমাধ্যমকে জানিয়েছে বলেন, পর্যটকদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি শুনে থাকলেও  এ নিয়ে অফিসিয়ালি কোনও চিঠি পাননি এখনও।

এমকে


মন্তব্য
জেলার খবর