রাজনীতির জন্য বিএনপি বিষফোঁড়া: ওবায়দুল কাদের

১৮ অক্টোবর ২০২২

এ দেশের রাজনীতির জন্য বিএনপি বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন- দেশের নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি বড় অন্তরায়। দলটির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরাপদ নয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের কাছে এ কথা বলেন। রাজধানী ঢাকার বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কাদের।

শেখ রাসেল ও ১৫ আগস্টের হত্যকাণ্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন- এ হত্যকাণ্ডে যারা জড়িত, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এ হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য। যারা ইনডেমনিটি দিয়েছিল, তাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করে। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে তার জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর