ভোলার মেঘনায় পড়ে শ্রমিক নিখোঁজ

১৮ অক্টোবর ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার সময় পানিতে পড়ে শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। শাহীন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সকাল থেকে শাহিনসহ বেশ কয়েকজন শ্রমিক  সেখানে নদীর পাড় ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছিলেন। দুপুরের দিকে ব্যাগ ফেলার সময় পা পিছলে নদীতে পড়ে যায় শাহিন, এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন।

অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য ভোলা কোস্টগার্ডের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর