ইমাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

১৮ অক্টোবর ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ইমাম নুরুল ইসলাম (৩৬) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে শশীভূষণ বাজারে শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়। একই দিন সকাল ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে চরফ্যাশন বাজার সদর রোডে মানববন্ধন হয়।

বক্তারা বলেন, ইমাম মাও. নুরুল ইমলামের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে কেউ আলেমদের গায়ে হাত তুললে ওই হাত ভেঙে দেওয়া হবে। শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাও. নুরে আলম নুরানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাও. মিজানুর রহমান, শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাও. ছালাউদ্দিন, এওয়াজপুর ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাও. রুহুল আমিন, জাহানপুর ওলামা ঐক্য পরিষদেও সভাপতি মাও. মোস্তাফিজ প্রমূখ।

প্রসঙ্গত, মামলা উত্তোলনের খরচের টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে গত ১৪ অক্টোবর (শুক্রবার) সকালে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আহত হন মাও. নুরুল ইসলাম। পরে তাকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশস্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সেখানে চিকিৎসাধীন নুরুল ইসলাম শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে মারা যান। নুরুল ইসলামের বাড়ি শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কেরাতুল কোরআন মাদ্রাসা সংলগ্ন এলাকায়।

এমকে


মন্তব্য
জেলার খবর