মন্তব্য
এসপ্ল্যানেডের টিকিট কাউন্টারের চত্ত্বরে তখন ব্যস্ততা তুঙ্গে। বেজে উঠল ‘চোখ তুলে দেখ না কে এসেছে।’ চোখ তুলতেই দেখা মিলল মিস্টার ইন্ডাস্ট্রির। সঙ্গে ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় ও পরিচালক সম্রাট শর্মা। উপলক্ষ নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র গান লঞ্চের অনুষ্ঠান। নাচ গানে জমল অনুষ্ঠান। মেট্রো স্টেশনের যাত্রীরা পেলেন সুপারস্টারের দর্শন।
২৩ বছর আগের সেই নস্টালজিয়া ফিরে এল মুহূর্তে। এক পাশে হরনাথ চক্রবর্তী। সেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সময়ে ফিরে গেলেন প্রসেনজিৎ। বললেন, “নাচ গানে ছবি তো হওয়া দরকার। এত কিছুর মাঝে সেই প্রেম, নাচ গান কোথাও হারিয়ে যাচ্ছে। সেই স্বাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় তৈরি এ ছবি।”
২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।’