আল্টিমেটলি গণ্ডগোল হবে: সাখাওয়াত হোসেন

১৯ অক্টোবর ২০২২

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে সরকারের হাতে গেলে আল্টিমেটলি  এটা নিয়ে গণ্ডগোল হবে। তাছাড়া সরকার হঠাৎ এনআইডিটা কেন নিতে চায়, এর কোনও বোধগম্য উত্তর নেই। বুধবার (১৯ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির মতবিনিময় সভা শেষে সাংবাদিকেদের মুখোমুখি হন সাখাওয়াত হোসেন। অভিজ্ঞতা ও পরামর্শ আদান-প্রদানমুলক এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।

এ প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, এতগুলো বছরে একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে। এটা আলাদা হলে ভবিষ্যতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন আসবে- কোনটি ঠিক? ভোটার তালিকা ঠিক, না এনআইডি ঠিক? এনআইডির নাম, বয়স পরিবর্তন করলে ভোটার লিস্টের কী হবে? আল্টিমেটলি এটা নিয়ে একটি গণ্ডগোল হবে।

সাবেক এ কমিশনার বলেন, যেসব দেশে এনআইডি ও ভোটার তালিকা আলাদা রয়েছে,সেখানে ভোটার তালিকা নিয়ে গণ্ডগোল হচ্ছে। ইসিকে বলেছি, এ জায়গাটাতে সরকারকে বোঝাতে হবে। আল্টিমেটলি সরকার চাইলে আলাদা করে করতে পারে।

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাস থেকে কয়েক দফা চিঠি চালাচালির পর ২০ জুন ইসিকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়- জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও শুরু থেকেই নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আসছিলেন। এদিকে গত ১০ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি এখন পাসের জন্য সংসদে তোলা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর