৫৪ লক্ষাধিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

১৯ অক্টোবর ২০২২

দেশের চাহিদা মেটাতে সব মিলে ৫৪ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। জিটুজি ভিত্তিতে আমদানি করা হবে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত থেকে। লিটারপ্রতি এ তেলের মূল্য কত পড়বে, সেটা জানা যায়নি।

বুধবার (১৯ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার।

রাহাত আনোয়ারের দেওয়া তথ্য বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে ১৬ লাখ টন, বাকি ৩৮ লাখ ৬০ হাজার টন সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হবে। ২০২৩ সালে এ তেল কেনা হবে। প্রসঙ্গত, দেশে বর্তমানে জ্বালানি তেলের চাহিদা ৬৮ লাখ টন।

এমকে


মন্তব্য
জেলার খবর