বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষাধিক রোহিঙ্গাকে নিজের দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। প্রথম ধাপে কীভাবে তাদের নেওয়া যায়, তার লজিস্টিক সাপোর্টের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। কয়েক বছর আগে মিয়ারমার থেকে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেন শেখ হাসিনার সরকার।
মিয়ানমারের প্রতিনিধিদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের লোকেরা রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করলে রোহিঙ্গারা ভরসা পাবে। তাদের আহ্বান জানাবো, তারা যেন দ্রুত রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করে। তাছাড়া নভেম্বরের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এমকে