বিয়ের পর থেকেই সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছেন মাহিয়া মাহি। এরইমধ্যে আরও অভিনয় কমিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন খবর হলো নতুন ব্যবসায় নাম লেখাচ্ছেন। এখন থেকে সেখানেই সময় দিতে চান মাহি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার এ চিন্তা আরও বেশি পোক্ত হয়।
মাহি বলেন, আমি একটি রেস্টুরন্ট চালু করতে যাচ্ছি। সেটার কাজ নিয়েই এখন ব্যস্ত আছি। রেস্টুরেন্টটি চালু হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে।
মাহি আরো জানান, ৩টি ফ্লোর নিয়ে এ রেস্টুরেন্ট। আয়তন ৬ হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানাধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেয়ার সুযোগও থাকছে। আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পূর্বাচলে “অফিসার”- নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।
মাহির এ রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই তিনি এ রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন।