এনআইডি সেবা মন্ত্রণালয়ের অধীনে গেলে ভোটার কার্ড পাবেন ভোটাররা

২০ অক্টোবর ২০২২

জাতীয় পরিচয়পত্র সেবা (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে ভোটারদের আলাদা ভোটার কার্ড দেওয়া হবে, কার্ডের নাম হবে ভোটার আইডি। এমনটাই জানিয়েছেন অন্যান্য চার নির্বাচন কমিশনারের একজন মো. আলমগীর। তিনি মনে করেন, এনআইডির কর্তৃত্ব ইসির হাতছাড়া হলেও নির্বাচন ব্যবস্থাপনায় কোনও ক্ষতি হবে না। বৃহস্পতিবার (২০ অক্টোবর)  সাংবাদিকদের বিষয়টি জানান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন মো. আলমগীর।

ইসির এ কমিশনার বলেন,  এনআইডি চলে গেলেও ভোটার সার্ভার যাওয়ার কোনও সুযোগ নেই। এটা ইসির সম্পদ। সার্ভারাটা ইসির কাছেই থাকবে, কারও কাছে হস্তান্তর করা হবে না। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর হলে তারা তথ্য ব্যবহার করতে চাইলে দেওয়া যাবে।

এমকে


মন্তব্য
জেলার খবর