বিদ্যুৎ সভাপতি, সিন্টু সম্পাদক

১৫ জানুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ‘চাটমোহর ব্যবসায়ী সমিতি’- এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটে মোকলেসুর রহমান বিদ্যুৎ সভাপতি ও শেখ জিয়ারুল হক সিন্টু সাধারণ সম্পাদক হয়েছেন। শুক্রবার রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান। তার আগে সকাল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ করা হয়। মোট ১২ পদের মধ্যে কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে একক প্রার্থীর কারণে ভোট হয়নি।

নির্বাচিত বাকিরা হলেন- সহসভাপতি আলহাজ্ব মো. মোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, কোষাধ্যক্ষ সুদাম দত্ত, দপ্তর সম্পাদক নুর মহাম্মদ রান্টু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাণিজ্যিক সম্পাদক নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

সব মিলিয়ে ২৪ প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে বর্তমান ও টানা দুইবারের সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি এবার জয় পাননি। এর আগে ৩০ ডিসেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঋণ খেলাপির কারণে সমিতির দুই শতাধিক সদস্যের নাম ভোটার তালিকায় আসেনি এবার। এনিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় তফসিল ঘোষণার পর।

 

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর