কবে হবে রণলিয়ার বিয়ে? সেই নিয়ে জল্পনার শেষ নেই। তাদের ফ্যানরা অধীর অপেক্ষায় বসে আছে এটা জানার জন্য কবে চার হাত এক হবে রণবীর-আলিয়ার? সেটা জানতেই উশখুশ করছেন রণলিয়া অনুরাগীরা। এরই মাঝে অবশ্য শোনা যাচ্ছিল যে কাপুর পরিবার নাকি বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
কিন্তু সম্প্রতি রণবীরের পিসি এক সংবাদমাধ্যমকে যা বললেন তাতে বেশ মন ভেঙে যাওয়ার কথা রণবীর-আলিয়ার ফ্যানদের। রণবীরের পিসি রিমা জৈন বলেন, আমরা তো এখনো সেরকম কোনো খবর শুনিনি যে রণবীর-আলিয়া বিয়ে করতে চলেছে। তেমন কিছু যদি ওরা ঠিক করে থাকে তখন নিশ্চয় জানাবে। রিমা আরও বলেন, জানি না এটা সত্যি কিনা তবে এত তাড়াতাড়ি কি করে সব হবে! আমরা তো কোনো প্রস্তুতিই শুরু করিনি।
বিয়ে নিশ্চয় হবে কিন্তু কবে সেটা জানি না। এখনই নয় সেটা নিশ্চিত। আলিয়া ও রণবীরের বিয়ে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ তাদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’। চারহাত এক হওয়ার আগে এই জুটি চায় তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবিটি মুক্তি পাক। অভিনেতাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন বিয়ের আনন্দে মাতার আগে হাতের কাজগুলো সুষ্ঠুভাবে শেষ করতে চান আলিয়া ও রণবীর। তবে শুধু ছবির কাজের জন্যই যে বিয়ে পিছিয়ে যাচ্ছে তা নয়। কাপুর পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করতে ভালোবাসেন। সে ক্ষেত্রে রণবীর কাপুরের বিয়েতে সবাই হাজির থাকতে চাইবেন। এমনিতেই তাদের পৈতৃক বাংলোতে চলছে রেনোভেশনের কাজ। সেখানেই বসবে রণবীর-আলিয়ার বিয়ের আসর এমন কথাও শোনা যাচ্ছিল। মাঝে শোনা যাচ্ছিল রাজস্থানের রণথম্বোরেও বসতে পারে রণবীর-আলিয়ার বিয়ের আসর। ৫ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আলিয়ার ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ৬০-এর দশকে তৎকালীন বম্বের নিষিদ্ধ পল্লীর সর্বেসর্বা গঙ্গুবাঈয়ের জীবনের অজানা দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে। অন্যদিকে ২২শে জুলাই মুক্তি পাবে রণবীরের ‘সামশেরা’। রণবীর-আলিয়া দু’জনেই তাদের সম্পর্ক নিয়ে ভীষণ ভাবেই ভোকাল। খুব বেশি লুকোছাপা করেননি তারা। গত বছর একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন, করোনা না থাকলে হয়তো সে বছরই বিয়ে হয়ে যেতো তাদের।