মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ঘটনার তিন দিন পর ভেসে ওঠলো মেঘনা নদীর পানিতে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক শাহীন হাওলাদার (৩০)’র মরদেহ। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন হাওলাদার উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের বাদসা হাওলাদারের ছেলে। গেল ১৮ অক্টোবর বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। মেঘনার তীর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে সরকারিভাবে এ ব্যাগ ফেলা হচ্ছিল।
জানা যায়, স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে শাহীন হাওলাদারের পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।
কামরুজ্জামান শাহীন/এমকে