অঘটন ঘটলে দায় সরকারকেই নিতে হবে: মির্জা ফখরুল

২১ অক্টোবর ২০২২

শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্রে করে সরকার ‍খুলনায় ইতোমধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তারা পথে পথে নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। এ সমাবেশে কোনো রকম অঘটন ঘটলে তার সব দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। শুক্রবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। তাদের খুলনার সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে এ সময় সরকারের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ করতে না দিলে এটা প্রমাণিত হবে- এ সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিএনপিকে সভা-সমাবেশ করতে দিতে চায় না।তিনি আরও বলেন, সরকার চায় না- মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের বক্তব্য, প্রতিবাদ প্রকাশ করুক। তারা একটা সংঘাতের দিকে চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সরকারকে এ রাস্তা থেকে ফিরে এসে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার আহবান জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর