ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাক শিবিরে দুঃসংবাদ

২২ অক্টোবর ২০২২

শনিবার থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের মূলপর্ব। এর আগেই পাকিস্তান শিবিরে এলো দঃসংবাদ। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় পাক ব্যাটার শান মাসুদ মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ক্রিকবাজের খবরে জানা যায়, মাসুদ অনুশীলনের সময় ব্যাট করতে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বল তার মাথার পাশে আঘাত করে। আঘাত পেয়ে মাসুদ ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন। দলের ডাক্তাররা তাকে চিকিৎসা দেন। পরে পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

মাথায় আঘাত পাওয়ার কারণে মাসুদকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। আগামী রোববার ভারতের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


মন্তব্য
জেলার খবর