পরীমণির অন্যরকম জন্মদিন উদযাপন

২২ অক্টোবর ২০২২

প্রথমবারের মতো স্বামী সন্তান নিয়ে জন্মদিন পালন করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সন্তানকে সাথে নিয়ে প্রথমবার জন্মদিন পালনে পরীর বাড়তি উত্তেজনা ছিল। একটু বিশেষও বলা যায় এবারের জন্মদিন। এ উদযাপন আরও রঙ্গিন করে জন্মদিনের উপহার হিসেবে পাওয়া গান।

 

আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

 

আবু রায়হান জুয়েল জানিয়েছেন, ‘সিনেমার প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।’

 

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

 

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পরীমণি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।


মন্তব্য
জেলার খবর