মন্তব্য
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘ধূমকেতু’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী অভিনীত এ ছবি নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছে। প্রযোজক রানা সরকারের সঙ্গে দেবের সমস্যা, আর্থিক গণ্ডগোলের জেরে ছবির মুক্তি আটকে গিয়েছিল। সকলের প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে ছবিটি।
এবার ছবিটি মুক্তির আভাস দিলেন রানা সরকার। ফেসবুক লাইভ করে দেখালেন ছবির ঝলক। শোনা যাচ্ছে, এসভিএফ এগিয়ে এসেছে ছবির মুক্তিতে সাহায্য করতে। আর সামান্য কিছু বাধা আছে, যেগুলো তাড়াতাড়ি কাটিয়ে ফেলা যাবে। এবার ঘোষণা হবে ছবি মুক্তির তারিখ।