মৃত্যু ১, শনাক্ত ১২৪

২২ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ জন মারা গেছে, শনাক্ত হয়েছে ১২৪  জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৯ জন। শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার  শনাক্ত হয়েছিল ২১৬ জন, মারা যায়নি কোনো করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল  ৫ দশমিক ৪৯। নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৬২টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৫৯টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৪১২ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ১০৮ টি। গড়  শনাক্তের হার ১৩ দশমিক ৫৯।

এমকে

 


মন্তব্য
জেলার খবর