সৌরভকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার

২২ অক্টোবর ২০২২

ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির তিন বছরের মেয়াদ শেষের পর সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হয়েছেন রজার বিনি। এ বর আইসিসি চেয়ারম্যান হওয়ার পথও বন্ধ হয়ে গেল ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভের।

 

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। কিন্তু সৌরভকে অপমান করা হলো। ওকে যেতে দেওয়া হলো না। আমি বিজেপি সরকারকে -+অনুরোধ করেছিলাম। ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। তিনবার ডিরেক্টর ছিল। ওকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন কী কারণে, কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে?'

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের অপমান করা হলো। সৌরভের জায়গায় সচিন হলে, আজহার হলেও আমি ঠিক একই কথা বলতাম। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, ওর মধ্যেও ব্যথা রয়েছে। ও মুখ বুজে সহ্য করেছে। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছেই নয় শুধু, সারা পৃথিবীর কাছে এটা লজ্জা!’

 

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, ‘সৌরভের প্রতিষ্ঠা সৌরভের সম্মান, ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদানের সঙ্গে সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। কারণ সৌরভকে রাজনৈতিক বিতর্কে ডেকে এনে সৌরভের প্রতিষ্ঠাকেই একটা বিশ্বাসযোগ্যতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। একইসঙ্গে রজার বিনিকেও অপমান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ও তার দল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক!’


মন্তব্য
জেলার খবর