লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

২২ অক্টোবর ২০২২

খুলনার বিভাগীয় জনসভায় বিএনপি চিহ্নিত সন্ত্রাসীদের জড়ো করেছে দাবি করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন তাদের উদ্দেশ্য- একটা ঘটনা ঘটানো, লাশ ফেলে দেওয়া; লাশ ফেলে আন্দোলন জমানো। কিন্তু তাদের এ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। কোনও প্রকাশ উসকানি দেবো না আমরা। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন- আমরা যা বলছি, সেটা রাজনৈতিকভাবে বলছি।  রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। তারা যদি ২০১৩/১৪ সালের মতো তাদের  সহিংসতার অবস্থানে আসে, উদ্ভূত পরিস্থিতি যে ভাবে মোকাবিলা করতে হয় তার সমুচিত জবাব দেবো আমরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন তারা যদি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়, এখানে সরকার দায় নেবে না। সম্প্রতি বিএনপি মহাসচিব বলেছেন, খুলনার সমাবেশে কোনে অঘটন ঘটলে তার দায় সরকারকে নিতে হবে।

সড়ক পরিবহন ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাজাহান খান, বিরোধীদলীয় চিফ হুইপ ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও নিরাপদ সড়ক চাই- এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর