মন্তব্য
রাস্তায় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন অনুসরণ না করায় রাজনীতিকদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, মানুষের অসুবিধা করে রং সাইডে যাবেন, আপনি কী নেতা? কেমন রাজনীতিবিদ? আপনাদের দিয়ে জনগণের কী কাজে আসবে?
শনিবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের এক আলোচনা সভায় এ প্রশ্ন রাখেন। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
ওবায়দুল কাদের বলেন, রাস্তায় যারা হেলমেট ছাড়া চলে তারা পলিটিকসের লোক। পলিটিকস ঠিক না হলে কিছু ঠিক হবে না। ঢাকা শহরে এখন হেলমেট ছাড়া কোনও যাত্রী দেখেন না বলেও জানান তিনি।
এমকে