নতুন পাঁয়তারা শুরু করেছে সরকার : মির্জা ফখরুল

২২ অক্টোবর ২০২২

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ জন্য  আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বর্তমান সরকার নতুন পাঁয়তারা শুরু করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, জনগণকে বঞ্চিত করে বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকতে চায়।

শনিবার (২২ অক্টোবর) খুলনা নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে দলের  বিভাগীয় গণসমাবেশে এ সব কথা বলেন। বিএনপি  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে  বিভাগীয় শহরগুলোতে তাদের গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় এ সমাবেশ হয়। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা।

বিএনপির মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নাহলে নির্বাচন বিগত দিনের মত প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনও পথ নেই।

বিএনপি মহাসচিব তার বক্তব্যে তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতারদের মুক্তির দাবি জানান। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলেন, মামলা প্রত্যাহার ও নেতাদের মুক্তি না দিলে আপনারাও পালাবার পথ পাবেন না।  জনগণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের উৎখাত করবে।

এমকে


মন্তব্য
জেলার খবর