ভোলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি, আবার কিছু কিছু এলাকায় মুষুলধারে বৃষ্টিপাত হচ্ছে। রোববার (২৩ অক্টোবর) রাত থেকে বৃষ্টিসহ ও বৈরী আবহাওয়া বিরাজ করলেও জনজীবন এখনো স্বাভাবিক রয়েছে। নদীর পানি এখন পর্যন্ত বিপৎসীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)- এর নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, বঙ্গেপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সব ধরনের নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
ভোলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, রাত থেকে ২ মিলিমিটারের কিছুটা কম বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলায় ৬৯১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সেগুলোর ধারণ ক্ষমতা ৫ লাখ ২৩।
কামরুজ্জামান শাহীন/এমকে