কোনো দেশেই এখন আর তত্ত্বাবধায়ক সরকার নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গুণ্ডা, হোন্ডা দিয়ে বিএনপির মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে যারা লুকোচুরি করে, তাদের জন্য খেলা হবে। কী খেলা হবে? ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে; দুর্নীতি, লুটপাট ও নারী নির্যাতনের বিরুদ্ধে; যারা মানুষ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে বলে দিলাম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে চায়। বাংলার জনগণ উন্নয়ন দেখে ভোট দেয়। শেখ হাসিনা কি কম উন্নয়ন করেছেন? বৈশ্বিক সংকটের জন্য আমাদের দায়ী করবেন না- যোগ করেন ওবায়দুল কাদের।
এমকে