তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে

২৩ অক্টোবর ২০২২

দেশে চিনির সংকট হওয়ার কো‌নো কারণ নেই উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে। রোববার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাং‌কের এক ‌বিজ্ঞ‌প্তি‌তে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনি সরবরাহে গত বছরের তুলনায় এ বছর কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। ২০২১ সালের সব মাস মিলে যেখানে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছিল, সেখানে এ বছরের প্রথম নয় মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি ইতোমধ্যে আমদানি করা হয়েছে। বর্তমানে  চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন। চাহিদার সিংহভাগই আমদানি করতে হয়।

প্রসঙ্গত, সম্প্রতি চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় বাজারে চরম সংকট তৈরি হয়েছে চিনির। এতে হু হু করে বাড়ছে এ ভোগ্যণ্যের দাম, ১০ দিনের ব্যবধানে প্রতি মণে বেড়েছে ৩০০-৩৫০ টাকা। আর সংকটের অযুহাতে সরকার নির্ধারিত দরের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চিনি বিক্রি করছেন ব্যবসায়ীরা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর