পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

২৪ অক্টোবর ২০২২

অনেক দিনই হচ্ছে দেশের খুচরা বাজারে নিত্যপণ্যের দাম চড়া। উদ্ভূত পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে একদিকে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছে।

রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময় বৈঠক হয়। বৈঠকে  সাইক্লোন সিত্রাং, আমন ও রবি শস্যের উৎপাদন, সারের মজুতসহ নানা বিষয় আলোচনায় প্রাধান্য পায়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান,  বাজারে নিত্যপণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি, সাম্প্রতিক চিনির স্বল্পতা ও মূল্যবৃদ্ধি ও টিসিবির কার্যক্রমের পাশাপাশি সারের মজুত ও সরবরাহ বিষয় বৈঠকে  তুলে ধরেন মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেটা শুনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর