৭ নম্বর বিপদ সংকেত

২৪ অক্টোবর ২০২২

দেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে ৭ জেলায় ৭ (সাত) নম্বর বিপদ সংকতের আওতায় থাকবে। সেই সঙ্গে চার সমুদ্রবন্দরের মধ্যে মোংলা ও পায়রার জন্যও একই নম্বরের সংকেত দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা অবধি এটা বলবৎ থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’- এর কারণে এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

সবশেষ পাওয়া খবরে ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সিত্রাং। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা জেলা হচ্ছে-  সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো। এদিকে বাকি দুই সমুদ্রবন্দ চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।  সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে তিন নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর