উপকূলের ৩৩৫ কিলোমিটার দূরে সিত্রাং

২৪ অক্টোবর ২০২২

ধ্বংসাত্বক রূপ নিয়ে উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। সবশেষ ৫ টার দিকে পাওয়া তথ্যে উপকূল থেকে ৩৩৫ কিলোমিটার দূরে রয়েছে ঝড়টি। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা নাগাদ এটা উপকূলে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ঝড়ের ব্যাস ৪০০ কিলোমিটার হিসাব করলে ইতোমধ্যে উপকূলে পৌঁছে গেছে ঝড়ের অগ্রবর্তী অংশ। ১৩ জেলায় আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। এদিকে সিত্রাংয়ের প্রভাবে সারা দেশেই ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের হিসাবে, সিত্রাং খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ একটানা সর্ব্বোচ্চ ৬২ কিলোমিটার, এটা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ওদিকে সিত্রাংয়ের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে আগের মতোই সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চার সমূদ্রবন্দরের মধ্যে মোংলা ও পায়রার জন্য সাত নম্বর আর চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর