আশ্রয়কেন্দ্রে খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালুর নির্দেশ

২৪ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলার অংশ হিসেবে উপকূলের প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে শুকনা খাবার, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার (২৪ অক্টোবর)  সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিত্রাং সংক্রান্ত এক বিশেষ সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান, অস্থায়ী নলকূপ স্থাপনের মালামাল, অস্থায়ী  ল্যাট্রিন স্থাপনের মালামাল, ব্লিচিং পাউডার, হাইজিন কিট, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ দুর্যোগকালীন প্রয়োজনীয় মালামাল মজুত করতে বলা হয়েছে। স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে ‘সিত্রাং’ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে বলা হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমেত্রাণ কার্যক্রম পরিচালনাসহ ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।  ঘূর্ণিঝড় কবলিত সব জেলায় ‘কন্ট্রোল রুম’ খোলার রাখার জন্য বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর