তিন বিভাগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

২৫ অক্টোবর ২০২২

দেশের চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

এদিকে ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওদিকে ইতোমধ্যেই উপকূলীয় এলাকা অতিক্রম করে শক্তি হারিয়ে সিত্রাং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এটা ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এখনো সাগর উত্তাল থাকায় দেশের চার সমূদ্র বন্দরের মধ্যে তিন সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর কক্সবাজারের জন্য ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এমক

 

 

 

 


মন্তব্য
জেলার খবর