ভবিষ্যতে দেশের স্থানীয়, জাতীয়, এমনকি উপনির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে এ ক্যামেরা দুষ্কৃতিকারীদের শত্রু আর যারা ভালো, তাদের জন্য মিত্র হিসেবে কাজ করবে। সোমবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কমিশনের চার অন্যান্য নির্বাচন কমিশনারের একজন আহসান হাবিব খান। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
আহসান হাবিব খান জানান, নির্বাচনে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ফল পাওয়া সম্পর্কে সবাই জানেন- এটা স্বচ্ছতা এনেছে। কুমিল্লা সিটিতে, জেলা পরিষদ নির্বাচনেও সুফল পাওয়া গেছে। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও এ প্রযুক্তি ব্যবহার করা হবে। বাজেটের প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ইসি চাপের মধ্যে কখনো ছিল না, সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সব কর্মকাণ্ড পরিচালনা করছে বলেও জানান এ কমিশনার।
এমকে