ঋণ না নিয়েও খেলাপি কৃষক!

২৫ অক্টোবর ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

ঋণ না নিয়েও খেলাপির নোটিশ পেয়েছেন পঞ্চগড় সদর উপজেলার কৃষক রাসেল রানা। প্রতিকার চেয়ে ঘটনাটি ২৫ অক্টোবর লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি। তাকে নোটিশ দিয়েছে অগ্রণী ব্যাংক পঞ্চগড়ের টুনিরহাট শাখা। রাসেল রানা পঞ্চগড় সদর উপজেলার চছ পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

জানা যায়, গত ১৯ অক্টোবর ঋণ খেলাপির নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর  স্বনির্ভরের আওতায় কৃষি ঋন ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে তাকে। ২০২০ সালের ২৬ নভেম্বর ঋণ পরিশোধের মেয়াদ পার হয়ে যাওয়ায় সুদ আসলে ৭০ হাজার ৫৩৯ টাকা হয়েছে। এ টাকা সাতদিনের মধ্যে পরিশোধ করতে না পারলে ব্যাংক আইনের আশ্রয় নেবে।  নোটিশ পাওয়ার পরে দিশেহারা ওই কৃষক। ব্যাংক সূত্রে জানা যায়,২০১৯-২০ অর্থবছরে শস্যঋন বাবদ বিতরন করা হয়েছে ৩ কোটি ৫২ লাখ টাকা।

ভুক্তভোগী রাসেল রানা জানান, আমি কোন দিন ব্যাংকে যাইনিভ কিন্তু আমার নামে ঋন হয়েছে, তাও আবার প্রায় তিন বছর আগে। দালাল চক্র ও ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে এ ঘটনায়। ঘটনাটি তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি।

অগ্রণী ব্যাংক টুনিরহাট শাখা ব্যবস্থাপক মো.হাবিবুর রহমান জানান, ৫-৬ জনের অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রায় তিন বছর আগের ঋণ, এতদিন পরে কেন খেলাপির নোটিশ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, করোনাকালীন কোনো নোটিশ করা হয়নি।

 

মে.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর