মন্তব্য
দেশে নভেম্বর মাসেও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অধিদফতরের তরফ থেকে। মঙ্গলবার ( ২৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশে ২৪ অক্টোবর আঘাত হানা ঘূর্ণিঝড়ের রেশ এখানো পুরোটা কাটেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মাসে শৈত্যপ্রবাহও হবে। সবকিছু মিলিয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। ত্রৈমাসিক পূর্বাভাসে আবহাওয়ার অধিদফতর জানিয়েছে, নভেম্বর মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এমকে