বিএনপি পশ্চাদমুখী দল: ওবায়দুল কাদের

২৫ অক্টোবর ২০২২

বিএনপি ভবিষ্যৎমুখী নয়, পশ্চাদমুখী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল তারা।  এখন তাদের কেন এ পশ্চাদযাত্রা? অন্ধ বিরোধিতাই একমাত্র হাতিয়ার তাদের। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে তার দফতরে প্রেস ব্রিফিংকালে  তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যূতে এ মন্তব্য করেন।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি এমন একটি দল- যাদের নেতাদের মুখে মধু, অন্তরে বিষ। তাদের মুখে গণতন্ত্রের বুলি। কিন্তু, চর্চায় লুটপাট আর সুবিধাবাদ। তিনি জানান, বিএনপি ভোটাধিকারের কথা বলে, অথচ ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আর সোয়া এককোটি বেশি ভুয়া ভোটার তৈরি করেছিলো তারা। তারা স্বাধীনতার কথা বলে। কিন্তু লালন ও পোষণ করে স্বাধীনতাবিরোধী অপশক্তি, পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িক শক্তিকে।

 ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। জানান,  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনা সরকার আছে এবং থাকবে।

এমকে


মন্তব্য
জেলার খবর