কমেছে সূচক ও লেনদেন

৩১ মার্চ ২০২২

বুধবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। পতন দেখা গেছে সূচকের। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। অন্যদিকে প্রায় একই চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইতে এদিনে ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২০৫টির এবং বাকি ৬৫টির অপরিবর্তিত ছিল। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ছয় হাজার ৭৫৩ দশমিক ৭৬ পয়েন্টে, ডিএসইএস ১ দশমিক ০৪ পয়েন্ট কমে এক হাজার ৪৬৩ দশমিক ৯৩ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দুই হাজার ৪৬৫ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন কমেছে ১৮০ কোটি ২৮ লাখ টাকা,লেনদেন হয় ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৬১ লাখ টাকার।

বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে আসে, ৮১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।  আর ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে সিএসইতে ৩১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৭টির এবং ৪২টির অপরিবর্তিত ছিল। সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৩ দশমিক ১০ পয়েন্টে এবং সিএএসপিআই ২৯ দশমিক ১৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৫ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ২২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ৩১ কোটি ৬৯ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর