বুধবার দুপুরের মধ্যে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি

২৫ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিত্রাং আঘাত হানার পরপরই অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। বিদ্যৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা ফেরাতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার( ২৫ অক্টোবর) সচিবালয়ে সংবাদ ব্রিফিং এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, ঝড়ের কারণে লাইন বিচ্যুত হয়ে এখনও ৮০ লাখ গ্রাহক বিদ্যুতহীন রয়েছে। এর মধ্যে বিতরণ সংস্থা আরইবি'র আওতায় ৬০ লাখ গ্রাহক, বিপিডিপিতে ৭ লাখ গ্রাহক, ওজোপাডিকোর আওতায় ৬০ হাজার গ্রাহক এবং নেসকোতেও কিছু সংখ্যক গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে। লাইন ঠিক না করা পর্যন্ত সে সব এলাকায় বিদ্যুৎ দেওয়া যাবে না বলেও জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর