ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানানো হয়েছে। জর্জিয়া মেলোনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জর্জিয়া মেলোনির পাশাপাশি সে দেশের জনগণকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে। সব প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও জর্জিয়া মেলোনির ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিঠিতে আশা প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। এ সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে। তিনি আরও বলেন, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এ বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য নিজে উন্মুখ বলে জানান সরকার প্রধান। সূত্র : বাসস
এমকে