বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি চলন্ত বাসের ধাক্কা লাগলে বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন, আর অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর আঞ্চলিক সড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পড়ার সময় খরবটি পাঠকের অসস্তির কারণ হতে পারে।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে ও বাসের হেলপার বাবু মিয়া (২৩) ও বাসযাত্রী আদমদিঘী উপজেলার সান্তাহার ডালপট্টি এলাকার আসাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান তালুকদার (৩৮)। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম পরিবহনের একটি বাস বগুড়া থেকে নাটোরে যাওয়ার সময় দুর্ঘটনাস্থলে দ্রুতগতিতে ট্রাকটির পেছনে ধাক্কা লাগে। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ মুচড়ে যায়। ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগার পরে প্রায় শত গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় বাসটি।এতে মোটরসাইকেলের একজন আরোহী আহত হন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা গেছেন।
দীপক কুমার সরকার/এমকে